প্রশ্নঃ ১১২২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,যদি এমন হয় যে কেউ কাউকে ভালোবেসে ফেলে (দয়া করে এই অংশটুকু হালকা করে নেবেন না, মনের অবস্থা অবশ্যই আল্লাহ ভালো জানেন এবং বোঝেন) এবং হারাম সম্পর্কে না জড়ায় এমনকি তাদের মধ্যে কখনো সাধারন কথাবার্তাও না হয়, অভিভাবকদের সাক্ষাৎ করিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর মত অবস্থাও যদি না সম্ভব হয়(একদম সম্ভব না বলেই বলছি), এমতাবস্থায় অন্যকাউকে বিয়ে না করতে চাওয়া কি গুনাহের কাজ হবে? ধারণা করছি যে অন্য কারো জন্য মনে ভালোবাসা পুষে রেখে আর একজনকে বিয়ে করাটা তার সাথে প্রতারণার মত হবে। আল্লাহ ভালো জানেন। প্রশ্ন হচ্ছে এ ক্ষেত্রে বিয়ে না করে আল্লাহ তা'য়ালার কাছে সাহায্য চেয়ে যাওয়া কি উত্তম নয়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অভিভাবক বা পরিবার যার সাথে বিয়ে দিতে চাচ্ছে তাকেই বিয়ে করতে হবে বিষয়টি এমন নয় বরং এক্ষেত্রে শরীয়তের সীমার মধ্যে বর কনে উভয়ের পছন্দের মূল্য দিতে হবে।আপনার বিষয়টি অনেকটা স্পর্শকাতর। এখানে একপক্ষের কথায় সমাধান সম্ভব নয়। আবার সকল পক্ষের বিরবণ শোনাও আমাদের সাধ্যের বাইরে। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি পরিবারের সাথেই বিষয়টি সুরাহা করুন।
আরো জানতে নিচের রেফারেন্স উত্তরটি পড়তে পারেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন