আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৪৩০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু ওয়ালাইকুম।
আমি মোঃ হাবিবুর রহমান। আমার বয়স ২৬ বছর৷ আমি দেড় বছর পুর্বে পরিবারের অমতে বিয়ে করেছি। বিয়ের সময় আমার আয় মাসিক ১২ হাজার ছিলো। এজন্য আমার পরিবার বিয়েতে রাজি ছিলেন না।
পরবর্তিতে মেনে নিলেও তারা আমাকে সন্তান নিতে নিষেধ করেন। তবে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তান নেয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে গত ১৫ ফেব্রুয়ারিতে ছেলে সন্তান ভুমিষ্ঠ হয়।
সন্তান যখন গর্ভে আসে তখন সবাই আমাকে বলেছিলো খাওয়াবি কি।

আমি যতটুকু জানি রিযিকের মালিক আল্লাহ।আমার সন্তানের রিযিক আল্লাহই দিবেন আশা করেছিলাম। আমার সন্তান গর্ভে আসার পর আমার দক্ষিন কোরিয়াতে চাকুরির ব্যাবস্থা হয়।
এখন আমার পরিবারের সবাই খুশি। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার স্বপ পুরনের অন্তরায় কি আমার সন্তানের রিযিকের কোন ভুমিকা রয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৭ মার্চ, ২০২২
ঢাকা
১৪৬১৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একদিনে সালাতের পর মসজিদে বসে আছি তো আমার মসজিদের ইমামের সাথে আমি একটি কারণে দেখা করতে যাই তখন সে আমাকে একটি কাগজে দুটি ওষুধের নাম লিখে দিয়ে বলে এগুলো আনতে এবং আমাকে টাকা দেয়। আমি তার টাকা নিয়ে গেলেও আমি আমার নিজের টাকা দিয়ে তাকে ওষুধ কিনে দিয়ে আসি। এবং তার ঔষধের সাথে তার টাকা ফিরিয়ে দেই। এরপর আমার মনে পড়ল আমি মোবাইলে একদিন দেখেছি যে মহান আল্লাহ্ কে খুশি না করে কোন হুজুর কে খুশি করার জন্য যদি হাদিয়া দেওয়া হয় তাহলে শিরক হয় তখন থেকে এই জিনিসটায় আমার সন্দেহ শুরু হয়ে গেছে যে আমার কি এই কাজে শির্ক হয়েছে এছাড়া যদি আমার নিয়তে কোন সমস্যা হয়ে থাকে তাহলে কী শির্কের কোন সম্ভাবনা আছে কিনা একটু বলবেন।তাছাড়া আমার অনেক সময় কোন কাজ ভুলে হয়ে গেলে বারবার মনে হতেই থাকে শির্ক হয়েছে কিনা বা আমার ঈমান ঠিক আছে কিনা এরকম সন্ধেহ হতেই থাকে আর বারবার এই কথাই মনে পড়তেই থাকে। হুজুর এ জন্য আমি কি করব একটু জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৬ মার্চ, ২০২২
ঢাকা