আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৪৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন)?? যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়।অতঃপর ছেলে এবং মেয়ের মধ্যে অনেক কথা হয়।তখন ছেলে,, মেয়েকে জিজ্ঞাসা করে আপনার কিরকম মোহর চাই আমার এই সামর্থ্য আছে।মনে করেন তখন মেয়ে 10 হাজার টাকা মহর চাইল।কিন্তু যখন মেয়ের বাবা-মা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি একত্র হলো। তখন তারা ছেলের উপর 1 লক্ষ টাকা মহর ধার্য করল এই ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে মেহেরবানী করে হাদিস কোরআনের আলোকে জানাবেন।

৫ মার্চ, ২০২২
হিজলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আকদের সময় যেই পরিমাণ মহর উল্লেখ করা হয়েছে সেটাই কার্যকর হবে। কেননা আমাদের সমাজে সাধারণত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা বিবাহের আগে মহরের বিষয়ে তেমন আগ্রহী থাকে না। সুখময় দাম্পত্যই তাদের মূল ‍লক্ষ্য। অভিবাবকেরাই মহরের বিষয়টি নির্ধারণ করে থাকেন। কাজেই দেখা-দেখির সময় যেই মেয়ে যেই পরিমাণ উল্লেখ করেছে পরবর্তীতে পারিবারিক আলোচনায় সেটা পরিবর্তনও হতে পারে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#২০৭২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কিভাবে বিবাহ দিলেন সুন্নাহ বিবাহ হবে,
মোহরানা তো শুধু স্ত্রীর অধিকার,মেয়ে মোহরানা কোন কোন খাতে ব্যয় করবে, এবং চাইলে কিছু জমিয়ে রাখতে পারবে!,নিজ পরিবারেই জন্য কি ব্যয় করা যাবে,আর মোহরানা বেশি হলে অনেক সময় মেয়ে কে সব দেওয়া হয় না,বলে থাকে এতো মোহরানা দিয়ে মেয়ে কি করবে,এতে কি কোনো গুনাহ, অপরাধ হবে। মোহরানা পুরোটাই কি মেয়ে দিতে হবে
মোহরানা কি ভরন পোষনের খরচ কোনো খরচ ,নাকি অন্য কোনো বিষয়ে,মোহরানা দেওয়ার পর কি আর স্ত্রী আর কোনো খরচ দিতে হবে, মোহরানা দিয়ে কি স্ত্রী বিবাহের সরঞ্জাম দিতে হবে,নাকি খরচটা মোহরানার বাহিরে, মোহরানার দেওয়া উদ্দেশ্যে কি, মেয়েকে মোহরানা দেওয়ার পর মেয়ের করনীয় কি!
সর্বশেষে আরবি ভাষায় কেমন করে দোয়া করা যায়,যেমন; আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই, দোয়া কামনা, দোয়া রাখিও, ইত্যাদি আরবি ভাষায়!
প্রিয় শায়খ!আমার জন্য দোয়া করবেন।مع السلام..
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৪ জুলাই, ২০২২
ঢাকা