আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৪৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার স্বামী আমাকে অনেক সন্দেহ করে আমার মা বাবাকে অনেক গালাগাল করে আমি যদি বলি যখন আমার ফেমেলী খারাপ তখন আপনি আমাকে ছেড়ে দিন কিন্তু সে আমাকে না ছারছে না আমাকে একটু সম্মান করে সব সময় অসম্মান টা বেশি পেয়েছি আগে এসব নিয়ে অনেক যামেলা করছি কিন্তু কোন ফল পাইনি এখন সব নিজের মধ্যে রাখি আমার একটা ছেলে আছে যার মুখের দিকে তাকিয়ে সব মেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু ও কখনো আমাকে বুঝতে চায় নি সব সময় খারাপ ভাবে তুই করে আমাকে বলে যেটা সবচেয়ে বেশি কষ্ট হয় ওকে বলি আমার এই তুই ভাষা পছন্দ না কিন্তু সে এক ই রকম রয়ে গেল আমি হাদীস অনুযায়ী কি করব।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ মার্চ, ২০২২
লাকসাম