প্রশ্নঃ ১৪৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার স্বামী আমাকে অনেক সন্দেহ করে আমার মা বাবাকে অনেক গালাগাল করে আমি যদি বলি যখন আমার ফেমেলী খারাপ তখন আপনি আমাকে ছেড়ে দিন কিন্তু সে আমাকে না ছারছে না আমাকে একটু সম্মান করে সব সময় অসম্মান টা বেশি পেয়েছি আগে এসব নিয়ে অনেক যামেলা করছি কিন্তু কোন ফল পাইনি এখন সব নিজের মধ্যে রাখি আমার একটা ছেলে আছে যার মুখের দিকে তাকিয়ে সব মেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু ও কখনো আমাকে বুঝতে চায় নি সব সময় খারাপ ভাবে তুই করে আমাকে বলে যেটা সবচেয়ে বেশি কষ্ট হয় ওকে বলি আমার এই তুই ভাষা পছন্দ না কিন্তু সে এক ই রকম রয়ে গেল আমি হাদীস অনুযায়ী কি করব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নাকারী!
আল্লাহ তায়ালা আপনার দাম্পত্য সম্পর্ক সুন্দর করে দিন।
প্রথমত যেহেতু আপনিই এখানে প্রশ্ন করেছেন তাই আমারা আপনাকে বলবো, আপনার স্বামী আপনাকে যে কারণে সন্দেহ করে আগে আপনার মাঝ থেকে সেই বিষয়টা সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলুন। স্বামীর সামনে নিজেকে সম্পূর্ণরূপে পুত-পবিত্র হিসেবে উপস্থাপন করুন। আপনি আপনার স্বামীকেই ভালোবাসেন এই বিষয়টা তাকে বোঝাতে চেষ্টা করুন।
সকল প্রকার গুনাহ বর্জন করুন।
নিয়মিত নামাজ, তেলাওয়াত ও জিকিরের পাবন্দি করুন।
স্বামীর হেদায়াতের লক্ষ্যে সাধ্যমতো সদকা করুন।
শেষরাতে আল্লাহ তায়ালা দরবারে বিশেষভাবে দোয়া করুন।
দ্বিতীয়ত: তিনি আপনাকে বা আপনার বাবামাকে যেসব বিষয় নিয়ে গালাগালি করে আপানি তার কোনো প্রতিউত্তর না দিয়ে বরং সাধ্যের ভেতরে থেকে তার বাবামায়ের খেদমত-খেয়াল রাখার চেষ্টা করুন।
সংসার ভেঙ্গে দেওয়া কোনো সমাধান নয়। বরং অধিকাংশ সময় এর কারণে দুর্ভোগের পরিমাণ আরো বাড়তে থাকে। তাই সার্বিক অবস্থান বিবেচনা করে আপনাকে এই পরামর্শই দিব যেন বিষয়গুলো সম্পূর্ণ পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করুন । সেক্ষেত্রে মান-অভিমান, মান্যবর ব্যক্তিদের মধ্যস্থতা, ওলামায়ে কেরামের নসিহত এবং অভিজ্ঞতালব্ধ উপদেশ ইত্যাদীর মাধ্যমে বিষয়গুলো সমাধানযোগ্য হতে পারে বলে আমরা আশা করি। আল্লাহ তায়ালা সহজ করুন। আমিন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন