প্রশ্নঃ ৯৬০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি ফজর নামাজ পরতে উঠতে পারিনা।তাই আমি কোনো নামাজ পরি না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। নামাজ না পরার কারণে। সকালে তারা তারি উঠার কোনো আমল আছে। আমার জন্য দোয়া করবেন আল্লাহ্ যেন আমাকে এবংআমার পরিবারকে হেদায়াত করেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
و عليكم السلام. رحمة الله
আপনি ফজরের নামাজের জন্য উড়তে না পারার কারণে আপনার দিলে কষ্ট হচ্ছে ' এটা ঈমানের অনেক বড় আলামত! সুতরাং এটাকে আল্লাহ তা'আলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত মনে করুন! এখনও সময় আছে নামাজ এবং পূর্ণ দ্বীনের প্রতি মনোযোগী হোন এবং ফজরের নামাজ সহ সকল নামাজ পূর্ণ পাবন্দির সাথে আদায় করুন! আর ফজর সময় উঠতে না পারার যে সমস্যা, তা থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় ঔষধ এবং আমল হলো সুন্নতের উপর আমল করা অর্থাৎ এশার নামাজের পর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া অর্থাৎ রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটার ভিতর ঘুমিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন, আপনি ফজরের জন্য উঠতে পারবেন! আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের সহীহ বুঝ দান করুন, আপনাদের পরিবারের সবাইকে পুণ্য দ্বীনদার, ঈমানদার ও মোত্তাকিন হিসেবে কবুল করুন! (আমিন)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন