প্রশ্নঃ ৮৯৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি মোঃ হুমায়ুন কবিৱ, কোন এক বিষয় নিয়ে আমার বউয়ের সাথে আমার প্রচন্ড ঝগড়া হয় । এমত অবস্থায় আমি রাগের মাথায় আমার বউকে একসাথে এক নিঃশ্বাসে তালাক তালাক তালাক বলি। এখন আমাৱ জানাৱ বিষয় হলো, আমাদেৱ কি কৱণীয়। তালাক হয়ে গেলে পুনৱায় ফিৱিয়ে আনাৱ পদ্ধতি কি? জানালে কৃতজ্ঞতা থাকবো।
মেঘনা, কুমিল্লা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বৈবাহিক জীবনে তালাক একটি স্পর্শকাতর বিষয়। হাসির ছলে কিংবা রাগ করে তালাক দিলেও তা সংগঠিত হয়ে যায়।
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " .
আবূ হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৯৪
তিন তালাক দিয়ে দেওয়ার পর স্বামী-স্ত্রী একত্র হওয়ার সুযোগ থাকে না।
আপনার স্ত্রী এখন তিনটি মাসিক ইদ্দত পালন করার পর অন্যত্র বিবাহ করতে পারবে। অন্যত্র বিবাহ হলে সেই স্বামীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপিত হওয়ার পর ঐ স্বামী যদি মারা যায় কিংবা তালাক দিয়ে দেয়, এরপর আপনার স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার পর আপনারা উভয়ে উভয়কে চাইলে আপনি তাকে নতুন মোহর দিয়ে বিবাহ করতে পারবেন। এই পদ্ধতি ছাড়া তাকে পাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন