প্রশ্নঃ ৮২১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি রাখার বিধান কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসসালামুয়ালাইকুম,
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৩৪২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি সম্পর্কে হাদিসে কি বলে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে দাড়ি লম্বা করতে এবং গোঁফ খাটো করতে বলা হয়েছে।
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى ".
বোখারী ৫৮৯৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ৫০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি রাখার বিষয়ে মাসআলা কী? বিশ্বের অনেক দেশের আলেমরাও দাড়ি রাখে না তাদের ব্যাপারে কিছু বলুল। তারা কোন মাসআলার উপর ভিক্তি করে দাড়ি রাখে না সেটা জানতে চাই। আল্লাহ্ আমাদের সবাই কে হেদায়েত দান করুক। আমিন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাড়ি ন্যূনতম এক মুষ্টি পর্যন্ত লম্বা রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى ".
ইবনু ‘উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯৩
যারা জেনেশুনে ইসলামের এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে; তারা কেন জেনেশুনে এই হুকুম লঙ্ঘণ করছে, তাদের জবাব তো তারাই দেবে। আমরা তাদের কাছে সুন্নতি দাড়ি প্রত্যাশা করতে পারি; কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে ছোটবড় সকল পাপাচার থেকে হিফাযত করুন। বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা তার সন্তুষ্টি আমাদের সকলকে নসীব করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন