প্রশ্নঃ ৮০৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমার দুটি প্রশ্ন
১ম- নামাজ এ সুরাহ কিরআত এর সময় প্রতিবার বিসমিল্লাহ পরতে হয় সুরাহ ফাতিহা এবং অন্য সুরার সাথে?
২য়- জামাতে দেরি হলে ১রাকাত নামাজ হয়ে গেছে এই অবস্থায় আমি বয়ঠক পাব তিনটি আমি কি তিনবারি কি তাশাহুদ পাঠ করব?
ধন্যবাদ আপনাকে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১- জ্বী, আপনি অন্য সুরা মিলানোর আগে বিসমিল্লাহ পড়ে নিবেন। সুরাহ ফাতিহার পূর্বেও বিসমিল্লাহ পড়ে নিবেন।
প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য ছোট তিন আয়াত বা যেকোনো সূরা পাঠের আগে চুপিচুপি বিসমিল্লাহ পাঠ ইমাম মুহাম্মাদ রহ. এর মতে সুন্নাত। এটা ইমাম ও একা নামাযি ব্যক্তির জন্য সুন্নাত।(আল-মাউসুআ আল-ফিকহিয়্যা ৮/৮৭)
ফাতাওয়া আল্ লাজনাহ আদ্দাইমাহ (৬/৩৭৮)-তে এসেছে,
دلَّت السنَّة الثابتة أنه ﷺ يقرأ البسملة في الصلاة قبل الفاتحة وقبل غيرها من السوَر ، ما عدا سورة التوبة
রাসুলুল্লাহ ﷺ নামাযে সূরা ফাতিহার আগে এবং সূরা তাওবা ছাড়া অন্যান্য সুরার আগে বিসমিল্লাহ পড়তেন; এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন