প্রশ্নঃ ৭৯১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। শায়েখ ৪ রাকাত সুন্নত সালাতে তাশাহুদ পড়ার পর দুরূদে ইব্রাহিম কি পড়া যাবে?যদি না পড়া যায় তবে বেখেয়াল বশত পড়ে ফেললে ছাহু সিজদা দিতে হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام ورحمة الله
চার রাকাআত নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে দরূদ শরীফ ও দুআ মাছুরা পড়া উত্তম।
তবে দরূদ শরীফ ও দুআ মাছুরা না পড়লেও সেক্ষেত্রে নামায তো আদায় হয়ে যাবে।
অতএব, আপনি দরূদ শরীফ ও দুআ মাছুরা পড়ুন অথবা না পড়ুন ছাহু সিজদা দিতে হবে না।
উল্লেখ্য যে, সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদই পড়বে। যেমনঃ যোহর ও জুমার চার রাকাত সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে; দরূদ শরীফ পড়বে না।
-ফাতহুল কাদীর ১/৩৯৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৩২; শরহুল মুনয়াহ পৃ. ৩৯৪; আলবাহরুর রায়েক ২/৫৬; মারাকিল ফালাহ পৃ. ২১৪; আদ্দুররুল মুখতার ২/১৬; ইমদাদুল আহকাম ১/৬১১ ( মাসিক আলকাউসার)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন