প্রশ্নঃ ৭৬৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, bacha jadin prothom gorve ase seidin prorhom jake dakhbe gorboboti mohila bacha tar motoi dakte hobe kothata kototuku thik
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
এই বক্তব্যের কোন ভিত্তি নেই। সম্পূর্ণ কুসংস্কারে পরিপূর্ণ।
আল্লাহ তাআলা তার বান্দা-বান্দীকে যেই আকৃতিতে ইচ্ছা সৃষ্টি করেন। এমনকি পুরুষ কিংবা নারী করে সৃষ্টি করবেন, সেটিও আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে।
দেখুন আল্লাহ কী বলছেন:
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ وَصَوَّرَکُمۡ فَاَحۡسَنَ صُوَرَکُمۡ ۚ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ
তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন। তিনি তােমাদের আকৃতি গঠন করেছেন এবং তােমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তাঁরই দিকে শেষ পর্যন্ত (সকলকে) ফিরে যেতে হবে।
—আত তাগাবুন - ৩
অন্যত্র আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:
لِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ یَہَبُ لِمَنۡ یَّشَآءُ اِنَاثًا وَّیَہَبُ لِمَنۡ یَّشَآءُ الذُّکُوۡرَ ۙ
আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি, করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন।
—আশ্-শূরা - ৪৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন