প্রশ্নঃ ৭১৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে এই শর্তে যে,তার একটি মোটর সাইকেল আমাকে দিয়েছে।যতদিন টাকা দিতে না পারবে ততোদিন আমি মোটর সাইকেল ব্যবহার করব।
এই ভাবে মোটর সাইকেল ব্যবহার করা যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
ঋণদাতার জন্য বন্ধকি জিনিস ভোগ করা সম্পূর্ণ নাজায়েয। এটি মূলত ঋণ প্রদান করে বিনিময়ে সুদ গ্রহণেরই একটি প্রকার।
الاِنْتِفَاعُ بِالْمَرْهُونِ:
16 - اخْتَلَفَ الْفُقَهَاءُ فِي جَوَازِ الاِنْتِفَاعِ بِالْمَرْهُونِ، وَفِيمَنْ لَهُ ذَلِكَ.
فَذَهَبَ الْحَنَفِيَّةُ إِلَى أَنَّهُ لَيْسَ لِلرَّاهِنِ وَلاَ لِلْمُرْتَهِنِ الاِنْتِفَاعُ بِالْمَرْهُونِ مُطْلَقًا،
اَ بِالسُّكْنَى وَلاَ بِالرُّكُوبِ، وَلاَ غَيْرِهِمَا، إِلاَّ بِإِذْنِ الآْخَرِ، وَفِي قَوْلٍ عِنْدَهُمْ: لاَ يَجُوزُ الاِنْتِفَاعُ لِلْمُرْتَهِنِ وَلَوْ بِإِذْنِ الرَّاهِنِ؛ لأَِنَّهُ رِبًا، وَفِي قَوْلٍ: إِنْ شَرَطَهُ فِي الْعَقْدِ كَانَ رِبًا، وَإِلاَّ جَازَ انْتِفَاعُهُ بِإِذْنِ الرَّاهِنِ (1) .
—আল মাওসূআ আল ফিকহিয়্যাহ
অতএব ঐ ব্যক্তির মোটরসাইকেল আপনি ব্যবহার করতে পারবেন না।
অবশ্য আপনার জন্য এই লেনদেন বৈধ করার ভিন্ন প্রক্রিয়া রয়েছে। সেটি হলো- মোটরসাইকেলটি আপনার কাছে বন্ধক থাকা অবস্থায় ঐ লোকের সাথে মোটরসাইকেলটি ভাড়া নেওয়ার ভিন্ন আরেকটি চুক্তি করুন। তোমার এই মোটরসাইকেল আমি মাসিক চুক্তিতে ভাড়া নিলাম। চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করে দিয়ে তার মোটরসাইকেলটি ব্যবহার করতে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন