প্রশ্নঃ ৭০৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নফল নামাজগুলার নাম কি? আর কখন কখন পরতে হয়? এবং এর ফজিলত কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
নফল নামায হলো ফরয, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদাহ এর বাহিরে অতিরিক্ত নামায। যে নামাযগুলো আপনি কোন দায়বদ্ধতা থেকে নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের পক্ষ থেকে পড়বেন।
সুবহে সাদিক এর পূর্বে তাহাজ্জুদ, সূর্যোদয়ের ১৫ মিনিট পর ইশরাক ও চাশতের নামায ভিন্ন শব্দে সালাতুত দোহা। সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম দিকে সামান্য হেলে যাওয়ার পর জাওয়ালের নামায, আসরের পূর্বে দুই অথবা চার রাকাআত নফল নামায, মাগরিবের পর দুই রাকাআত দুই রাকাআত করে ছয় রাকাআত আওয়াবীনের নামায, এছাড়া যখনই কোনো প্রয়োজন আসে তখন সালাতুল হাজত, গুনাহ হয়ে গেলে সালাতুত তাওবাহ, অজু করার পর তাহিয়্যাতুল ওজু, মসজিদে প্রবেশের পর তাহিয়্যাতুল মাসজিদ', চন্দ্র-সূর্য গ্রহণের সময় সালাতুল কুসুফ-সালাতুল খুসুফ, অনাবৃষ্টির কারণে বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকা ইত্যাদি।
এসব নামাযের ফযীলত সম্পর্কে জানতে পড়ুন মাওলানা হেমায়েত উদ্দিন হাফিযাহুল্লাহ এর লেখা "ফাযায়েলে যিন্দেগী" কিতাব।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন