অসুস্থতার সময়ের আমল
প্রশ্নঃ ১২৫২৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন টা একটু লম্বা হবে তার জন্যে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।আমার আম্মু ২০১৪ সালে ব্রেইন স্ট্রোক করেন আল্লাহর অশেষ রহমতে তিনি আজও সুস্থ আছেন কথা বলতে পারেন,নিজের খাবার খান,শুধু তার বা হাত ও পা অচল হবার কারণে নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারেনা।আমরা দুই বোন শুধু,আমার বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি কাছেই, যাতায়াতে ৬-৭ মিনিট লাগে।আমার শ্বশুর শাশুরির কাছে আমি থাকি স্বামীর সাথে আমার বোন আম্মুর সেবা করে সারাদিন।আমি যেটুকু সময় পাই এসে তার কাজ টুকু করে দেই ১০-১২দিন পরপর।আমার প্রথম প্রশ্ন,যেহেতু আমরা দুই বোন আর আব্বু ছাড়া আম্মুকে দেখার কেউ নেই আমি প্রতিদিনি আসতে পারিনা এতে কি আমার গুনাহ হবে? ২য় প্রশ্ন,এমন কোনো আমল শিখিয়ে দেন যেন আমার আম্মু সুস্থ হয়ে উঠেন দ্রুত,আল্লাহ যেন তার হাত পা আবার আগের মত ঠিক করে দেন।আমার মায়ের এই কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।উনি সারাদিন বিছানায় শুয়ে থাকেন, একা উঠতে পারেনা বসতে পারেনা।আল্লাহ যেন এই করুন অবস্থা থেকে তাকে দ্রুত মুক্ত করে হেঁটে চলার তৌফিক দান করেন সেই আমল শিখিয়ে দেন।আমার মায়ের জন্যে দোআ করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথম প্রশ্নের উত্তর :
না, এ কারণে আপনার গুনাহ হবে না। আপনি আপনার সাধ্য মতো যতটুকু সময় পান আপনার আম্মুর খেদমত করার চেষ্টা করুন।
দ্বিতীয় প্রশ্নের উত্তর :
(১) নিচের দুআটি বেশি বেশি পড়ে আপনার আম্মুর গায়ে ফুঁ দিন। আপনি বা আপনার বোন আমলটি করতে পারেন।
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
অর্থ : হে আল্লাহ! তুমি মানুষের রব, ব্যথ্যা নিবারণকারী, শিফা দান করো, তুমিই শিফা দানকারী। তুমি ব্যতীত আর কেউ শিফা দানকারী নেই। এমন শিফা দাও যা কোন রোগ অবশিষ্ট রাখে না।
এ সম্পর্কিত হাদীস নিচের লিংক থেকে দেখে নিন,
https://muslimbangla.com/hadith/5331
https://muslimbangla.com/hadith/12568
(২) সকাল সন্ধায় সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে তার শরীরে ফুঁ দেন।
এ সম্পর্কিত হাদীস নিচের লিংক থেকে দেখে নিন,
https://muslimbangla.com/hadith/12575
https://muslimbangla.com/hadith/4651
(৩) তার রোগ মুক্তির উদ্দেশ্যে দান সদকা করুন।
হাদীসে আছে,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " تَصَدَّقُوا وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، فَإِنَّ الصَّدَقَةَ تَدْفَعُ عَنِ الْأَعْرَاضِ وَالْأَمْراضِ، وَهِيَ زِيَادَةٌ فِي أَعْمَالِكُمْ وَحَسَناتِكُمْ
অর্থ: ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা দান করো এবং তোমাদের রোগীদেরকে দানের মাধ্যমে চিকিৎসা করো।
নিশ্চয়ই দান অপমান ও রোগ-ব্যাধি দূর করে এবং এটি তোমাদের আমল ও সওয়াব বৃদ্ধি করে।
(৪) আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তার সুস্থতার জন্য দুআ করুন।
পাঁচ ওয়াক্ত নামাযের পরে, তাহাজ্জুদের নামায ও সালাতুল হাজতের নামায পড়ে দুআ করুন।
(৫) একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন