আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০১৬
মু’আব্বিযাত (সূরা ফালাক ও সূরা নাস) এর ফযীলত
৪৬৫১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখনই রাসূল (ﷺ) অসুস্থ হতেন তখনই তিনি ‘সূরায়ে মু’আব্বিযাত’ পাঠ করে নিজের উপর ফুঁক দিতেন। যখন তাঁর রোগ কঠিন আকার ধারণ করল, তখন বরকত লাভের জন্য আমি এই সকল সূরা পাঠ করে হাত দিয়ে শরীর মাসাহ করিয়ে দিতাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন