আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০১৭
মু’আব্বিযাত (সূরা ফালাক ও সূরা নাস) এর ফযীলত
৪৬৫২। কুতায়বা ইবনে সা‘ঈদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, প্রতি রাতে রাসূল (ﷺ) শয্যা গ্রহণকালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে দু’হাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তাঁর দেহের সম্মুখভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার করে এরূপ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন