প্রশ্নঃ ৬৪৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1।শাওয়ালের ছয়টি রোজা রেখে তারপর রমজানের কাযা রোজা রাখলে কি হবে।তাহলে কি পুরো সওয়াব পাব।
2।হুজুর, অনেক আগে একবার শুনেছিলাম খাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে খেতে হয় তা না হলে পাপ হবে।খাওয়ার সময় কি মাথায় কাপড় দিতে হবে না দিলে কি পাপ হবে ।
3।উমরি কাযা নামাজ কি পরতে হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
১. কাযা রোযা রাখার জন্য ১১ মাস সময় আছে। শাওয়ালের ছয় রোযা এই মাসের মধ্যেই রাখতে হবে। অতএব কাযা রোযা না রেখে নফল রোযা রাখলে সওয়াবের কমতি হবে না ইনশাআল্লাহ।
২. গাইরে মাহরাম কেউ দেখে ফেলার ভয় না থাকলে মাথায় কাপড় দিয়ে খাবার খাওয়া জরুরি নয়।
৩. অতীত জীবনের ইচ্ছায় বা অনিচ্ছায় কোন নামায কাযা হয়ে থাকলে সেগুলো অবশ্যই পড়তে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন