প্রশ্নঃ ৬০৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ।আমি একজন সাধারন মানুষ আমার দিনমজুরি করে খেতে হয় , এখন আমার প্রশ্ন হল এই যে আমাদের এখানে ধান কাটার সিজন এখন সুতরাং আমি ধান কাটি তবে কথা হল যে রোজার মাসে এটা । সুতরাং ধান কাটার কারণে আমি রোজা রাখতে পারি না , আমি শুনেছি যে একটা রোজা কাজা হয়ে গেলে রমজানের বাহিরে নাকি একটার জন্য 60 টি রোজা করতে হয় তাহলে তো আমার ধান কাটার কারণে অনেক রোজা পড়ে গিয়েছে এখন রমজানের বাহিরে আমি কয়টা রোজা রাখব এবং কিভাবে রাখব ?আরেকটা বিষয় হলো যে আমি একজন মুসল্লী নামাজ পড়ি তবে আমার সমস্যা হল , যে অজু করার পর পরেই আমার মনে ধারণা হয় যে আমার পিছন দিক দিয়ে বাতাস বের হইল দানামা যখন শুরু করে দেই হয়তো 1,2 রাকাত যাওয়ার পরে এমনটা আমার মনে ধারণা হয় এতে আমার করনীয় কি। এতে কি আমার নামাজ হয়ে যাবে নাকি হবে না ?উত্তর দুটি দিলে অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. (কথাটা কাউকে তুচ্ছ করার জন্য নয়) সাধারণত দিনমজুর ব্যক্তিরা কায়িক পরিশ্রম করতে পারেন অন্যের তুলনায় বেশি।
কষ্ট হলেও রোযাগুলো রাখার চেষ্টা করুন। কষ্টের কারণে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবেন ইনশাআল্লাহ।
কোনদিন একান্ত অপারগ হয়ে গেলে রোযা না রাখতে পারলে সেগুলো অন্য মৌসুমে অবশ্যই একটার মোকাবেলায় একটা কাযা করে নিবেন।
কোন ব্যক্তি রোযা রেখে বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে খাওয়া-দাওয়া অথবা স্ত্রী সহবাস করলে একটি রোযার মোকাবেলায় একটি কাযা করতে হয় এবং সাথে অনবরত ৬০ টি রোযা কাফফারাহ করতে হয়।
২. সুন্নত তরিকায় অজু করার পর নামাযে দাঁড়ালে এরপর যদি মনে হয়, বায়ুত্যাগ হয়েছে। এই মনে হওয়াকে প্রশ্রয় দেবেন না। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন।
নিশ্চিত হওয়ার জন্য শব্দ শ্রবন, দুর্গন্ধ প্রাপ্তি অথবা অন্য কোনভাবে নিশ্চিত অনুভূতি হলেই অজু চলে গিয়েছে বলে ধরে নিবেন। অন্যথায় ওয়াসওয়াসা উপেক্ষা করে নামায পড়তে থাকবেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন