একাকী নামাজ আদায় করলে কি মনে সুকুন বেশী হয়?
প্রশ্নঃ ৭৭৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম অরহমাতুল্লহ,
** আমার প্রশ্ন হচ্ছে জামাতে সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ?
** আমি জামাতের সাথে সালাত আদায় করলে মন স্থীর থাকে না এবং রুকু সিজদা সহ সালাতে তৃপ্তি পাই না। কিন্তু একা সালাত আদায় করলে আমি ধীরস্থির ভাবে রুকু সিজদা করতে পারি এবং তখন মনে হয় আমি মহান রবের সন্নিকটে আছি এবং সিজদায় গেলে নিজেকে অনেক হালকা লাগে যা জামাতের সালাতে হয় না। এক্ষেত্রে আমার করনীয় এবং বর্জনীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জামায়াতের সাথে ফরজ নামাজ আদায় করা সুন্নত মুয়াক্কাদা। কোন কোন আলিম ওয়াজিব বলেছেন।
কোন সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট মসজিদে জামাতে নামাজ পড়লে যদি মন না বসে, আশপাশে যে মসজিদের ইমাম তাকওয়া, ঈমানদারীর পথে অগ্রসর, এমন আল্লাহু ওয়ালা ইমামের পিছনে নামাজ পড়ে দেখুন। অবশ্যই মন বসবে। মন হালকা হবে। নামাজে তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ।
হতে পারে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়ার চেষ্টা করছে। কোনো একভাবে জামায়াতের ফজিলত থেকে আপনাকে বঞ্চিত করতে চাচ্ছে।
জামায়াতের সাথে ফরজ নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী:
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً " .
‘আবদুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জামা‘আতের সাথে সলাত আদায় করা সলাত একাকী আদায় করা সলাত থেকে সাতাশ গুণ অধিক মর্যাদা সম্পন্ন।
—সহীহ মুসলিম, হাদীস নং ১৩৬৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন