যাকাতের মাসায়েল
প্রশ্নঃ ৪১২৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি ভাই ঋণ পরিশোধ না করে মারা যায়,তাহলে বোন কি বোনের যাকাত থেকে ভাইয়ের ঋণ শোধ করতে পারবে? জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাতের টাকা দিয়ে মৃতের ঋণ পরিশোধ করা যাবে না। এর দ্বারা যাকাত আদায় হবে না। কেননা যাকাত আদায়ের জন্য যাকাতের টাকা কাউকে মালিক বানিয়ে দেওয়া জরুরি। আর মৃত ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারে না।
উল্লেখ্য যে, মৃত ব্যক্তির কোন আপনজন যদি যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ও গরীব হয় এবং সে নিজের জন্য কারো কাছ থেকে যাকাতের টাকা নিয়ে সেচ্ছায় মৃত ব্যক্তির ঋণ আদায় করে দেয় তাহলে সেক্ষেত্রে যাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণও আদায় হয়ে যাবে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; আলবাহরুর রায়েক ২/২৪৩; মাজমাউল আনহুর ১/৩২৮; আননাহরুল ফায়েক ১/৪৬২। (মাসিক আল কাউসার)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন