যৌতুক দাবী করা হারাম
প্রশ্নঃ ১২০৫২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মেয়ের বিয়া দিয়েছি। বিয়ার আগে ছেলের সাথে কথা বার্তা ক্লিয়ার করে নেওয়া হয়েছে। কোন দাবি নেই। কিন্তু মেয়েকে উঠায় বা বিদায় দেওয়া হবে এখন বাড়ি খরচ বলে ৪ লক্ষ টাক দাবি করছে এখন করনিও কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বর্ণনা অনুযায়ী বুঝা যায় তারা আপনার কাছে যৌতুক চাচ্ছে। ইসলামে এটা সম্পূর্ণ হারাম। শরঈভাবে আপনি এটা দিতে বাধ্য নয়। এবং তাদের জন্য এভাবে স্ত্রী/পুত্রবধুর পরিবার থেকে এভাবে টাকা /যৌতুক নেয়া মহা অন্যায়। বড় জুলুম। সম্পূর্ণ হারাম।
যৌতুক সরাসরি চাওয়া, ভিন্নভাবে চাপ দেয়া, কথাবার্তা ও আচরণে বুঝিয়ে দেয়া সবই সমান। তবে স্ত্রী যদির পরিবার স্বেচ্ছায়, পারিবারিক, সামাজিক, প্রথাগত কিংবা অন্য যেকোনো ধরণের চাপ প্রয়োগ ছাড়া জামাইকে কোনো কিছু হাদিয়া/গিফট দেয় তাহলে সেটা তার জন্য গ্রহন করা জায়েজ আছে।
অন্যের মাল জোরপূর্বক ভক্ষণ করার নিষিদ্ধতা এবং ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
—আন নিসা - ২৯
وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡہِ نَارًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا
যে ব্যক্তি সীমালংঘন ও জুলুমের সাথে এরূপ করবে, আমি তাকে আগুনে ঢোকাব, আর আল্লাহর পক্ষে এটা অতি সহজ।
—আন নিসা - ৩০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন