প্রশ্নঃ ৩৮১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমান সময় যে বিধান আছে তার উপর তাকলে কি আমি ঈমানদার হতে পারবো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সেক্যুলার রাষ্ট্র তন্ত্রের উপর বিশ্বাস করলে ঈমান থাকা নিরাপদ নয়। এই তন্ত্র-মন্ত্র সম্পূর্ণ কুরআন বিরোধী।
কুরআন বলে: হুকুম একমাত্র আল্লাহর।
রাষ্ট্রতন্ত্র বলে: জনগণই সকল ক্ষমতার উৎস।
কুরআন বলে: আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন ইসলাম।
প্রচলিত রাষ্ট্রতন্ত্র বলে: সব ধর্ম সমান।
এসব কুফুরী মতবাদ। যার সঙ্গে ঈমান ও ইসলামের মিশ্রণ ও সমন্বয় কস্মিনকালেও সম্ভব নয়।
তবে সামর্থের আলোকে হুকুমের বাস্তবায়ন..
اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ ۟ وَمَا اخۡتَلَفَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِاٰیٰتِ اللّٰہِ فَاِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ
নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ, যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত।
সূরা আল ইমরান ১৯
وَمَنۡ یَّبۡتَغِ غَیۡرَ الۡاِسۡلَامِ دِیۡنًا فَلَنۡ یُّقۡبَلَ مِنۡہُ ۚ وَہُوَ فِی الۡاٰخِرَۃِ مِنَ الۡخٰسِرِیۡنَ
যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।
সূরা আল ইমরান ৮৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন