কর্মরত স্যামসাং কোম্পানি অন্য একটি বীমা কোম্পানিতে ইঞ্জিনিয়ারদের জন্য চিকিৎসা বীমা করলে চিকিৎসাকালীন বীমার এই টাকা নেয়া জায়েয কিনা?
প্রশ্নঃ ১১৮৮০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি স্যামসাং কোম্পানি তে একজন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি। আমার কোম্পানি অন্য আরেকটা হেলথ ইন্সুরেন্স কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে আমাদের কিছু সুবিধা দিয়ে থাকে। কেউ অসুস্থ হউক বা না হউক, প্রতি মাসেই আমার কোম্পানি ওই ইন্সুরেন্স কোম্পানিকে প্রতি ইঞ্জিনিয়ার এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে থাকে। এখন আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতালের বিল যা আসবে তার সব টাকা আমার কোম্পানি ওই ইন্সুরেন্স কোম্পানির মাধ্যমে আমাকে দিয়ে দিবে। এই টাকা নেয়া টা কি হালাল নাকি হারাম?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, আপনার কর্মরত স্যামসাং কোম্পানিতে যেসব ইঞ্জিনিয়ার চাকরি করছে, samsung কোম্পানি ভিন্ন একটি বীমা কোম্পানিতে আপনাদের সবার জন্য বীমা করেছে।
আপনাদের কেউ অসুস্থ হলে samsung কোম্পানি ওই বীমা কোম্পানি থেকে চিকিৎসা সহযোগিতা নিয়ে আপনাদেরকে দিয়ে থাকে।
বিষয়টি যদি এভাবে হয়, অর্থাৎ আপনারা অসুস্থ হলে স্যামসাং কোম্পানি ঐ বীমা কোম্পানি থেকে টাকা নিয়ে আপনাদেরকে দেয়, সে ক্ষেত্রে এ টাকা চিকিৎসার জন্য নেওয়া যাবে।
(যদিও এই চিকিৎসা সহযোগিতা না নেওয়ার মধ্যেই রয়েছে তাকওয়া।)
কেননা এই বীমা চুক্তি আপনারা সরাসরি বীমা কোম্পানির সাথে করছেন না এবং বীমার প্রিমিয়াম আপনারা দিচ্ছেন না। আপনাদের স্যামসাং কোম্পানি নিজে দায়মুক্ত থাকার জন্য এই বীমা পলিসিতে গিয়েছে। এখানে ইসলামের অসমর্থিত লেনদেনের দায়ভার কোম্পানির উপর যাবে। কোম্পানির কর্মীদের উপরে দায় বর্তাবে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে,
أنه سئل عمن له جار يأكل الربا ، ويدعوه إلى طعامه؟ فقال : أجيبوه ؛ فإنما المهنأ لكم ، والوزر عليه
তাঁকে জিজ্ঞেস করা হল, সুদ খায় এমন প্রতিবেশী যদি দাওয়াত দিলে তাতে অংশ গ্রহণ করা যাবে কি না? তিনি বলেন, দাওয়াতে অংশ গ্রহণ কর। এটা তোমাদের জন্য স্বাচ্ছন্দে গ্রহণীয় জিনিস। গুনাহ তার উপর বর্তাবে। (জামেউল উলুম ওয়াল হেকাম ৭১)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন