প্রশ্নঃ ৩৫৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোন ব্যক্তি চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত না পায় তাহলে বাকি নামাজ কি ভাবে আদায় করবে।বিশেষ করে বৈঠক কতবার করবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন ব্যক্তি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত পেল না। এ ব্যক্তি জামাতের সঙ্গে দুই রাকাত আদায় করে ইমামের সালামের পর বাকি দুই রাকাত আদায় করার জন্য দাঁড়াবে। দাঁড়িয়ে সানা, সুরা ফাতিহা ও অন্য ক্বিরাত মিলিয়ে প্রথম রাকাত আদায় করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও ক্বিরাত মিলিয়ে আদায় করবে। এরপর শেষ বৈঠক করে নামাজ শেষ করবে।
এ মাসবুক ব্যক্তি এসে ইমামের সঙ্গে বৈঠকে মিলিত হলে মোট বৈঠক হবে তিনটি। বৈঠকের পর এসে মিলিত হলে যথারীতি বৈঠক হবে ২টি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন