আল্লাহর নামের উল্কি আঁকা
প্রশ্নঃ ২৭৫১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই আমার প্রশ্নঃ আমি যদি আমার শরীরের কোথাও আল্লাহর নাম, কেটে লেখে তা হলে কি আমার কনো গুনাহ হবে, কি,
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীরে উল্কি আঁকা জায়েজ নাই। হোক সেটা আল্লাহর নাম কিংবা ভিন্ন কিছু। কেননা এভাবে শরীর কেটে আল্লাহর নাম আঁকার কোনো প্রমাণ কুরআন সুন্নাহে পাওয়া যায় না। বরং আল্লাহ তাআলা মানুষকে সবচে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন,
{لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ} [التين: 4]
অর্থাৎ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। [আত-তীন : ৪]
অন্য এক আয়াতে তার সৃষ্টির ব্যপারে বলেন,
{وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا} [الفرقان: 2]
অর্থাৎ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে। [আল-ফুরকান : ২]
উল্কি আঁকা আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতির শামিল। রাসূল সা.-ও হাদিসে সৃষ্টিগত আকৃতি পরিবর্তনকারীদেরকে লানত করেছেন, তিনি বলেন,
صحيح البخاري (7/ 165)
لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ تَعَالَى
অর্থাৎ, আল্লাহ লানত করেছেন ওই সকল নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অংকণ করে, নিজ শরীরে উল্কি অংকণ করায়, যারা সৌন্দর্যের জন্য ভূরু-চুল উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। সে সব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে। বুখারি : ৫৯৩১, ৫৯৩৯, ৫৯৪৩, ৫৯৪৮; মুসলিম : ২১২৫।
কাজেই এর থেকে বিরত থাকা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় সঠিকভাবে উপলব্ধি করার তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন