ব্যাঙের প্রস্রাব-পায়খানার হুকুম
প্রশ্নঃ ২৪৩৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম মুফতি সাহেব,
ব্যাঙের প্রস্রাব-পায়খানা পাক নাকি নাপাক? যদি নাপাক হয় তাহলে মসজিদের প্লাস্টিক কার্পেটে ব্যাঙে প্রস্রাব-পায়খানা করলে তা পবিত্র করার পদ্ধতি কি? অথবা মসজিদের অন্য কোন স্থানে ব্যাঙে প্রস্রাব-পায়খানা করলে তা পবিত্র করার পদ্ধতি কি? জায়নামাজে ব্যাঙে প্রসাব-পায়খানা করলে তা ধৌত করা জরুরি কিনা?
হাওয়ালা সহ জানতে চাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইঁদুর, চিকা ও ডাঙায় বসবাসকারী ব্যাঙের বিষ্ঠা ও পেশাব নাপাক। তাই জায়নামায ও কার্পেটে এগুলোর পেশাব-পায়খানা লাগলে ঐ স্থান নাপাক হয়ে যাবে এবং ধুয়ে পবিত্র করে নিতে হবে। তবে পানিতে বসবাসকারী ব্যাঙের পেশাব নাপাক নয়। তাই জায়নামাযে তা লাগলে নাপাক হবে না।
বাদায়েউস সানায়ে ১/১৯৮; ফাতাওয়া খানিয়া ১/৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৪; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ২৮; আলবাহরুর রায়েক ১/২৩০; রদ্দুল মুহতার ১/৩১৯; ইমদাদুল ফাতাওয়া ১/৭৫
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন