আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবদুল কাদের জিলানী বা অন্যান্য বুযূর্গদের নামের দোহাই দিয়ে দোয়া করা জায়েয কিনা?

৬ অক্টোবর, ২০২২
দক্ষিণ গুনাইঘর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




দোহাই দেওয়ার আর্থ যদি হয় উসিলা গ্রহন তাহলে এর অবকাশ আছে বরং আল্লাহর প্রিয় বান্দাদের উসিলা দিয়ে দোয়া করা সুন্নাহ দ্বারা প্রমানিত। কিন্তু যদি দোহাই দেওয়ার অর্থ এই হয় যে, তারা চাইলে প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করতে পারেন কিংবা ফিরিয়ে দিতে পারেন তাহলে সেটা সরাসরি আল্লাহ তায়ালার সাথে শিরিক হবে। উসিলা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#৮৭০২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুওয়ালাইকুম

নামাজে বসে কি বিধর্মী কারো জন্যে দুয়া করা পাপ? পড়েছিলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব করতে না করা হয়েছে কেননা তারা সামনে বন্ধু পাছে শত্রু।কোনো হিন্দু ধর্মের কেউ যদি মারা যায় এবং তাকে কোনো কারনে যদি ঘৃনা করা হতো। তার মারা যাবার পর যদি নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে,তার পরিবারের অবস্থা দেখে খারাপ লাগে। তার পরিবারের এই খারাপ সময় কাটায় উঠার জন্যে এবং নিজের খারাপ লাগা থেকে যদি নামাজে দুয়া করি তাহলে কি সেটা কবিরা গুনাহ হবে? আর যদি গুনাহ হয়ে থাকে এবং কেউ যদি নামাজে দুয়া করে ফেলে তাহলে তার কি করনীয়?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা