প্রশ্নঃ ২০৬১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার প্রশ্ন হল যে মসজিদ অনেক মুসুল্লি অজু করে সুন্নত নামায আদায় করার পরে এখন তো ফরজ নামাজ শুরু হতে পাঁচ ও দশ সময় বাকি আছে এই সময়ের মধ্যে অনেক বসে বসে ঘুম এতে অজু ভেঙ্গে যাবে এই বসে ঘুম উঠে যদি নামায আদায় করে তার নামাজ হয়ে যাবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন কিছুতে হেলান দিয়ে ঘুমালে বস্তুটি সরিয়ে ফেললে যদি সে-ব্যক্তি পড়ে যাওয়ার আশংকা থাকে,তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে৷ আর যদি পড়ে যাওয়ার আশংকা না থাকে
তাহলে ওযু ভঙ্গ হবেনা৷ আর কোন কিছুতে হেলান না দিয়ে শুধু বসে বসে ঘুমালে ওযু ভঙ্গ হবেনা৷ আর বসে বসে ঘুমানো অবস্থায় যদি পড়ে যায়,তাহলে পড়ার সাথে সাথেই যদি
চোঁখ খুলে যায়, তবে ওযু ভঙ্গ হবেনা৷ আর যদি পড়ে যাওয়ার কিছুক্ষন পড় চোঁখ খুলে, তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে৷ অতএব,প্রশ্নে বর্নিত
অবস্থায় মাসজিদে বসে বসে ঝিমালে বা ঘুমালে ওযু ভঙ্গ হবেনা৷ কেননা হাদীস শরীফে বর্নিত আছে,হযরত আনাস (রাযিঃ)
হতে বর্নিত,তিনি বলেনঃ হযরত রাসুলুল্লাহ (সাঃ) ইশার নামাযে আসতে বিলম্ভ হলে সাহাবীগন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার কারনে
তাদের ঘারসমূহ নিচের দিকে ঝুলে পড়তো৷ এমতাবস্থায় তারা পুনরায় ওযু না করেই নামায আদায় করতেন৷ (আবু দাউদ হা,২০০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন