প্রশ্নঃ ২০২৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সাহু সিজদার সঠিক নিয়ম কোনটি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৩২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেজদা সাহু কখন এবং কি কি কারণে দিতে হয় ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে সমস্ত কারনে সিজদায়ে সাহু ওয়াজিব হয় :
১. ফরযকে ( তার স্থান থেকে ) আগে করলে ।
২. ফরযকে ( তার স্থান থেকে ) পরে করলে ।
৩. ওয়াজিবকে ছেড়ে দিলে ।
৪. কোন রোকনকে ( তার স্থান থেকে ) দেরীতে আদায় করলে ।
৫. কোন ফরযকে একবারের স্থানে দুইবার আদায় করলে ।
৬. কোন ওয়াজিবকে একবারের স্থানে দুইবার আদায় করলে ।
৭. কোন ওয়াজিবকে তার স্থান থেকে দেরীতে আদায় করলে ।
৮. কোন রোকনকে তার স্থান থেকে আগে আদায় করলে । ( আল মুহিতুল বুরহানি ২ / ৫৬ পৃঃ )
মাসআলা- নামাযের মধ্যে যদি এমন কোন কাজ অতিরিক্ত করে যা নামায জাতীয় কিন্তু নামাযের অন্তর্ভুক্ত নয় , তবে সেক্ষেত্রেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে । ( হেদায়া -১ / ১৫৭ পৃঃ )
সাহু সিজদা করার নিয়ম:
নামাযের শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে সালাম ফিরানোর পর দুটি সিজদা করবে । অতঃপর আত্তাহিয়্যাতু , দরূদ শরীফ ও দোয়া মাছুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে (মালাবুদ্দা , হেদায়া -১ / ১৫৬ পৃঃ )
মাসআলা- এক নামাযে একাধিকবার সাহু সিজদা ওয়াজিব হলেও একবারই সাহু সিজদা করবে ।(মালাবুদ্দাহ )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন