বিবাহ গোপন করা
প্রশ্নঃ ১৭৯৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, স্যার কোন তালাক প্রাপ্ত মহিলা যদি বিয়ে করে আর সেই বিয়ে যদি ঐ মহিলা ও তার সন্তানের এবং মহিলার বর্তমান স্বামী সবাই যদি গোপন রাখতে চায় তাহলে কি কোন সমস্যা আছে???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহ গোপন রাখা মারাত্মক ক্ষতিকর। হাদিস শরিফে বিবাহকে গোপন রাখতে নিষেধ করা হয়েছে। ইরশাদ হয়েছে হজতর আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন,
أعلنوا هذا النكاح، واجعلوه في المساجد، واضربوا عليه بالدفوف
“বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পন্ন করবে। আর এ উপলক্ষ্যে দফ বাজাবে।” কাজেই বিবাহ গোপন করা মোটেও উচিত নয়। এর কারণে সমাজে বহুবিদ সমস্যা তৈরী হতে পারে।
এতদ্বসত্ত্বেও যদি কেউ বিবাহের সকল শর্ত এবং বিধানের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করে এবং সেই সংবাদ গোপন রাখে তাহলে সেটা বিবাহ বৈধাতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন