চিল্লা কি?
প্রশ্নঃ ১৩৯২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চিল্লা কি? কত দিনে এক চিল্লা হয়? চিল্লা দেওয়ার ফায়দা কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
চিল্লা শব্দটি মূলত ফার্সিভাষা (چله) থেকে এসেছে। যার আ আরবিরূপ হচ্ছে, ( أربعين) উভয় শব্দের অর্থ হলো, চল্লিশ। তো চিল্লা দেওয়া এর অর্থ হলো, চল্লিশদিন যাপন করা বা চল্লিশদিন অতিবাহিত করা।
কুরআনুল কারিমের বিভিন্ন ঘটনায় এবং হাদিস শরিফে ৪০ এর অনেক গুরুত্ব রয়েছে। যেমন, তাকবিরে উলার ক্ষেত্রে চল্লিশদিনের গুরুত্ব। মাতৃগর্ভে সন্তানের পরিবর্ত হয় ৪০ দিন অন্তর। বয়সের পরিপক্কতা হয় ৪০ বছরে। ইত্যাদী বিষয়ের প্রতি লক্ষ্য করে বুঝা যায় কোনো কিছু স্থির হতে চল্লিশ দিন সময় একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই দিকে লক্ষ্য করেই ওলামায়ে কেরাম দাওয়াত-তাবলিগের সাথীদের জন্য ৪০ দিনে ঘরের বাইরে গিয়ে দ্বিন শেখা-শেখানো একটা পদ্ধতি বা মেয়াদকাল চালু করেছেন। ব্যাস। এরচে বেশী কিছু নয়।
আর চিল্লা বা চল্লিশদিন কেউ তাবলিগে থাকলে তার বিশেষ কোনো ফায়দা হবে অনেক অনেক নেকী হবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে....... এজাতীয় কোনো বিষয় নাই।
দ্বিন শেখার একটা সাময়িক মেয়াদকাল হিসেবে চল্লিশদিন বেছে নেওয়া দোষণীয় কিংবা গুনাহ নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন