বাবা মাকে বিয়েতে রাজী করার পদ্ধতি
প্রশ্নঃ ১২৩০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম আবুল কাসেম। বয়স ২০।আমি বিয়ে করতে চাই। আমি আমার মা-বাবাকে বুঝিয়ে বিয়ের জন্য রাজী করানো যায় উপায় বলেদিন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার নেক নিয়ত পূরণের জন্য পাঁচ ওয়াক্ত ফরয সলাতের পর এবং দৈনিক ন্যূনতম দু'রাকাত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে দোয়া করতে থাকুন।
পিতামাতাকে যথাসাধ্য আদবের সাথে বুঝাতে চেষ্টা করুন। আপনার পরিবারের অথবা কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলিম যাদের কথার মূল্যায়ন হবে এমন ব্যক্তিদের মাধ্যমে পিতা-মাতাকে বোঝান।
আল্লাহ তায়ালা সাহায্য করবেন ইনশাআল্লাহ।
চারিত্রিক পরিশুদ্ধতা চাইলে আল্লাহর সাহায্য মিলবে:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
ﺛَﻠَﺎﺛَﺔٌ ﺣَﻖٌّ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻋَﻮْﻧُﻬُﻢْ : ﺍﻟﻤُﺠَﺎﻫِﺪُ ﻓِﻲ ﺳَﺒِﻴﻞِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺍﻟﻤُﻜَﺎﺗَﺐُ ﺍﻟَّﺬِﻱ ﻳُﺮِﻳﺪُ ﺍﻷَﺩَﺍﺀَ، ﻭَﺍﻟﻨَّﺎﻛِﺢُ ﺍﻟَّﺬِﻱ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻌَﻔَﺎﻑَ
অর্থাৎ, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ্ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ্ তায়ালার রাস্তায় জিহাদকারী, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায় এবং ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়। (তিরমিযী ১৬৫৫, নাসায়ী ৩২১৮)
উপযুক্ত প্রস্তাব এলে বিবাহ করাতে গড়িমশি নয়:
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ
তোমরা যে ছেলের দ্বীনাদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পার সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও। যদি তা না কর তাহলে পৃথিবীতে মহা ফেতনা-ফাসাদ সৃষ্টি হবে। (তিরমিযী ১০৮৪)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন