প্রশ্নঃ ১২২৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুকুরের দেহ বা লালা হাতে কিংবা গায়ে লাগলে ফরজ গোসল করতে হবে কি না ? দয়া করে জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমত কুুকুরের শরীর এবং লালার বিধান এক না। কেননা কুকুরের শরীর নাপাক নয়। হ্যা, তার শরীরে যদি আলাদা নাপাকি লেগে থাকে সেটি ভিন্ন কথা। সুতরাং কুকুরের শরীর হাতে বা গায়ে লাগলে নাপাক হবে না। তো গোসল ফরজ হওয়ার প্রশ্নই আসে না।
দ্বিতীয়ত, কুুকুরের লালা নাপাক। সুতরাং শরীরের কোন অঙ্গ বা কাপড়ে লাগলে সে জায়গা নাপাক হয়ে যাবে। —ফাতহুল কাদীর ১/১৩১; মারাকিল ফালাহ ২১; শরহুল মুনিয়া ১৫৯; আলবাহরুর রায়েক ১/১০১; আননাহরুল ফায়েক ১/৯৩।
কিন্তু তা হাতে বা শরীরে লাগার কারণে গোসল ফরজ হবে না। বরং যে স্থানে লেগেছে যথাযথ নিয়মে সে জায়গা ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে। তথা নাপাকি লাগার জায়গাটি কমপক্ষে তিনবার ধৌত করে নিতে হবে। তার চেয়েও বেশি ধৌত করা যেতে পারে। কেননা অনেক হাদিসে সাত বার ধৌত করার কথা এসেছে।
العناية شرح الهداية (1/ 109)
(وَسُؤْرُ الْكَلْبِ نَجِسٌ) وَيُغْسَلُ الْإِنَاءُ مِنْ وُلُوغِهِ ثَلَاثًا لِقَوْلِهِ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - «يُغْسَلُ الْإِنَاءُ مِنْ وُلُوغِ الْكَلْبِ ثَلَاثًا»
والله أعلم بالصواب.
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন