আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২১৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পত্রিকা পড়া জায়েজ কি নাজায়েজ ? আমি আজ পর্যন্ত এমন কোনো পত্রিকা দেখিনি যেখানে নারীর ছবি ছাপা হয় না । বিনোদনের পৃষ্ঠা বাদ দিলাম, সেখানে তো অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে। এটা বাদ দিলেও এমন কোন পত্রিকা পাওয়া যায় না যেখানে নারীর ছবি থাকে না । অনলাইন পত্রিকার অবস্থা তো খুবই ভয়াবহ। সেখানে অ্যাডের নামে মারাত্মক সব নোংরা ভিডিও থাকে। আমি একজন সরকারি চাকরিজীবী। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানা আমার জরুরী । এমতাবস্থায় পত্রিকা পড়ার ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত কি ? শরীয়তের দৃষ্টিকোণে দেশের খোঁজ খবর রাখা কতটুকু জরুরী এবং শরীয়ত সম্মতভাবে খোঁজ খবর কিভাবে রাখা যাবে, পদ্ধতি কি?

৩১ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বর্তমান সময়ে রাস্তায় চলা এবং পত্রিকা পড়া একই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। কাজেই রাস্তায় চলতে যেভাবে আমাদের দৃষ্টি হেফাজত করতে হবে ঠিক পত্রিকার পড়ার ক্ষেত্রেও সেই একই নীতি অনুসরণ করতে হবে। আর খবর বা পত্রিকা পড়া সম্পূর্ণই ব্যক্তির প্রয়োজানের সাথে সম্পৃক্ত।আল্লাহ প্রদত্ত্ব বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এটি তিনিই নির্ধারণ করবেন যে আসলে পত্রিকা তার প্রয়োজনের অন্তর্ভূক্ত কি না! যদি এমন হয় যে, পত্রিকা পড়ার আগে এবং পরে আমার সামগ্রিক অবস্থার মধ্যে বিন্দুপরিমাণ পরিবর্তণ অসেনি।শুধুমাত্র কিছু সংবাদ জেনেছি তাহলে নিঃসন্দেহে এটা আমার প্রয়োজনের অন্তর্ভূক্ত নয়। পক্ষান্তরে যদি এতে পাঠকের লাভ-ক্ষতি, গ্রহন-বর্জনের কিছু থাকে তাহলে সেটা অবশ্যই প্রয়োজনের অন্তর্ভূক্ত হবে। অধিকাংশ ক্ষেত্রেই সংবাদমাধ্যমগুলো এখন বিনোদনের ক্ষেত্রে পরিণত হয়েছে। কোনো কাজ না থাকলে মানুষ বসে বসে পত্রিকা পড়ে। অথচ এই সময়টাতে যদি আমি জিকির করতে পারতাম তাহলে আমার আখেরাতের বড় পাথেয় হাসিল হত। আল্লাহ তায়ালা আমাদের সময়ের হেফাজত করার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন