প্রশ্নঃ ১০৮৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম অামার জানার বিষয় হলো পিষানো ডালে নাপাকি পড়লে পাক করার পদ্ধতি কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পিষানো ডাল- আটা অথবা শুকনো আটা নাপাক হয়ে গেলে নাপাক অংশ তুলে ফেললেই বাকিটা পাক হয়ে যাবে। যেমন সানা আটার ওপর কুকুর মুখ দিয়েছে, তাহলে মুখ লাগা অংশটুকু ফেলে দিলেই পাক হয়ে যাবে অথবা শুকনো আটায় যদি মুখ দেয়, তাহলে তার মুখের লালা যতটুকুতে লেগেছে বলে মনে হবে, ততখানি আলাদা করে দিলে বাকিটুকু পাক হয়ে যাবে।
খাদ্যশস্য নাপাক হলে তিনবার ধুতে হবে এবং প্রত্যেকবার শুকাতে হবে, যদি নাপাকি গাঢ় হয় এবং এক স্থানে জমা হয়ে থাকে, তাহলে তা সরিয়ে ফেললেই হবে। যেমন—শস্যের স্তূপের ওপর বিড়াল পায়খানা করেছে এবং তা শুকিয়ে জমাট হয়ে আছে, তা সরিয়ে ফেললেই চলবে। অন্য শস্যের ওপর যদি তার কোনো লেশ আছে বলে সন্দেহ হয়, তাহলে সেগুলো তিনবার ধুয়ে ফেলতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন