হজ্বের সফরে সুন্নত নামায
প্রশ্নঃ ১০১৬৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি মক্কা এবং মদিনা উভয় স্থানেই মুসাফির হিসেবে থাকলে ফরযের সাথে কি সুন্নাত এবং নফল নামাযও পড়তে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হারামাইন শরীফাইনে আমাদের সফরগুলো ইবাদতের উদ্দেশ্যে হয়ে থাকে। সেখানে শুধু ফরয নামায পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসা কীভাবে সমীচীন হবে? যেহেতু ওখানে থাকা, খাওয়া, ব্যস্ততা সবকিছুই ইবাদতের জন্যই হয়ে থাকে। যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন সফরে সুন্নত ও নফল পড়েছেন বলে হাদীসে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সুতরাং এই সফরে ফরযের আগে বা পরের সুন্নতে মুআক্কাদাহ, দিন রাতের নফল জিকির-আজকার, তিলাওয়াত, সদাকাহ সবগুলো ইবাদত বেশি বেশি করার চেষ্টা করা উচিত। তাই একান্ত সমস্যা না থাকলে সুন্নত এবং নফল নামাযও আদায় করা চাই। বরং আগের চেয়ে বেশী বেশী পড়ার চেষ্টা করা চাই। আলবাহরুর রায়েক: ২/১৪১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন