মসজিদে খাইফ এবং মসজিদে নামিরায় নামায
প্রশ্নঃ ১০১৬৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বের সময় মসজিদে নামিরা এবং মসজিদে খাইফে মুকিম ইমাম কসর নামায পড়ায়। সেক্ষেত্রে কেউ মুকিম হলে বা মুসাফির হলে উনার পিছনে তার নামাযের হুকুম কি?"
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আরব আইম্মাদের সাথে হজ্বের যে সমস্ত বিষয়ে হানাফি ফোকাহায়ে কেরামের দ্বিমত আছে এটাও তার মধ্যে একটা বিষয়। হজ্বের সফরে তাঁরা মিনা, আরাফা এবং মুজদালিফায় হজ্বের আমলের অংশ হিসেবে কসর করে থাকেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মসজিদে খাইফের ইমাম মুকিম হওয়া সত্ত্বেও নামাযে কসর করেন।
কিন্তু কুরআন সুন্নাহের নির্ভযোগ্য এবং প্রাধান্যযোগ্য অনুসন্ধানের মাধ্যমে হানাফি ফোকাহায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন যে, কেউ মুসাফির না হলে মিনা, আরাফা এবং মুজদালিফায় নামায কসর করবে না। ইলাউস সুনান-১০/৪১১, রদ্দুল মুহতার: ৩/৫২০ (মাকতাবা জাকারিয়া)
কাজেই মাসজিদে খাইফে হানাফি মাজহাবের অনুসারীগণ ফজর ও মাগরিব নামায জামাতে আদায় করবে। যুহর, আসর ও ইশার নামায জামাতে আদায় করতে গিয়ে বিভ্রান্তিতে জড়াবে না। অবশ্য এই মসজিদে নফল নামায সাধ্যমত আদায় করবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন