জান্নাতুল বাকী, মুআল্লা ও অন্যান্য কবরস্থানে যিয়ারতের পদ্ধতি
প্রশ্নঃ ১০১৬৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জান্নাতুল বাকী, মুআল্লা ও অন্যান্য কবরস্থানে যিয়ারতের পদ্ধতি কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নবী ﷺ কবর যিয়ারতের এই তরীকা বলেছেন যে, কেউ যখন কবরস্থানে যায়, তো কবরবাসীদের উদ্দেশ্যে যেন এ বলে সালাম দেয়-
اَلسَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ، أنتُمْ لَنَا فَرَطٌ وَّنَحْنُ لَكُمْ تَبَعٌ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، نَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمْ الَعَافِيَةَ
অর্থ: হে মুমিনদের বসতি! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের উত্তরসূরী। আর ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। আমাদেরও জন্য এবং তোমাদেরও জন্য। মুসলিম ১/৩১৩,৩১৪; সুনানে নাসায়ী ১/২২২; মুসনাদে আহমাদ, হাদীস ২২৯৮৫
এরপর কবরবাসীর জন্য মাগফিরাতের দু‘আ করবে এবং কিছু পড়ে ইসালে সাওয়াব করবে। হাদীসে কিছু কিছু সূরার কিছু বিশেষ ফযীলতও উল্লেখিত হয়েছে। তেমনি দুরুদ শরীফেরও ফযীলত এসেছে। তো দরূদ শরীফ, সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, সুরা ইখলাস এবং আরো যেসব সুরা ইচ্ছা পড়ে ইসালে সাওয়াব করবে। ওখানের দু‘আ হয়তো হাত না উঠিয়ে করবে অথবা কবরের দিকে পিঠ দিয়ে কিবলামুখী হয়ে করবে। ফতোয়ায়ে আলমগীরী- ৫/৩৫০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন