প্রশ্নঃ ১০০০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার প্রশ্ন হলো, বাংলাদেশে এমন কিছু কম্পানি আছে, যেখানে মেম্বার এড করালে কমিশনের মাধ্যমে টাকা পাওয়া যায়, যেমন আমি ৫জন মেম্বার এড করালে কমিশন পাবো ২৫ টাকা, তারপর আমি যে ৫ জনকে এড করালাম তারা যখন প্রত্যেকে ৫জন করে এড করাবে আমি তাদের থেকে ৩ টাকা করে কমিশন পাবো, এমনি করে তারা যত মেম্বার এড করাবে সকলের থেকে বসে বসে কমিশন পাবো হাজার হাজার টাকা, সতরাং আমার জানার প্রয়োজন হলো এই পদ্বতি তে বসে বসে যে টাকা পাচ্ছি তা হালাল হবে কিনা, ও অন্যদের এখানে এড করানো জায়েজ হবে কিনা, প্রশ্ন না বুঝলে 01318520678
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, উক্ত পদ্ধতিতে টাকা উপার্জন জায়েজ নেই, কেননা তা( الاجرة بلا عمل) তথা শ্রম বিহীন পারিশ্রমিকের অন্তর্ভুক্ত! যা শরীয়ত সম্মত নয় বরং নাজায়েজ!
বিষয়টি না বুঝলে আমাদের অ্যাপ এর কিতাব অপশনে গিয়ে "এস পি সি" লিখে সার্চ দিলে 'এস পি সি ওয়ার্ল্ডের শরয়ী বিধান ' নামে যে প্রবন্ধ আসবে তা পাঠ করুন, ইনশাল্লাহ, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন