আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫৭৬৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমার প্রশ্ন টি হল যে অনেক সময় দেখা যায় বর্ষাকালে যখন বৃষ্টি হয় রাস্তা দিয়ে হাঁটার সময় কাদাপানি সেটা লাগে জুতা সাহায্যে প্যান্টে এবং কি সেই প্ল্যান পরিধান করে নামাজ পড়লে কি নামাজ হবে❤️ আমার দ্বিতীয় প্রশ্ন 🌹রাত বারোটার পরে এশারের নামাজ কি পড়া যাবে❤️
আমার তৃতীয় প্রশ্ন🍓 দেশ গেরামে দেখা যায় অনেক সময় কিস্তিতে টাকা দেওয়া হয় এবং কি বছরের সেখান থেকে কিছুটা বেনিফিট নেওয়া হয় যেমন 50000 টাকা উঠে সে ক্ষেত্রে দেখা যায় 6থেকে7 হাজার লাভ নিয়েছেএটা উঠানো কি হারাম গুনা হবে তাহলে সাধারন গরিব মানুষ কি করবে যারা ঋণগ্রস্ত
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১ মে, ২০২১
শিবচর
#৫৪৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি একটা বেসরকারী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি তে চাকরি করি এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই কোম্পানির পন্য খেতে পারব এবং খেলে সেটি হালাল না হারাম হবে কুরআন সুন্নাহ এর আলোকে কোনটি সঠিক জানাবেন
বিঃদ্রঃ - এই কোম্পানি তে একটি ওপেন বুথ আছে যেটা থেকে সবাই কে খেতে বলা হয় কিন্তু ওখানে সব ধরনের পন্য (যা কোম্পানি তে তৈরি হয়) পাওয়া যায় না। এখন কি আমি উৎপাদন লাইন থেকে যেগুলো বুথে পাওয়া যায় না সেগুলো খেতে পারব।
অনেকের মতে এখানে যেহেতু আমি কাজ করি তাই এখানে আমার হক আছে। জাঝাকাল্লাহ খায়রন
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৭ এপ্রিল, ২০২১
W৩৭৮+VG৯
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা