আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯১৫৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম প্রশ্ন

আমার এক বন্ধু বিয়ে করেছে। বন্ধু টা অনেক দীনী। কিন্তু তার সাথে তার স্ত্রীর সাথে, আল্লাহর দীন নিয়ে অনেক ঝামেলা হওয়ার কারণে বিচ্ছেদ বা তালাক হয়ে গেছে। এখন আমার কথা হলো সে যদি অন্য একটা দীনী মেয়ে বিবাহ করতে চায়, তাহলে কি তার যে আগে বিবাহ হয়ে গিয়ে তালাক হয়ে গেছে । এ কথাটি কি ঔ দীনী মেয়ের পরিবারকে জানানো উচিত ? এখন যার মাধ্যমে আমার বন্ধু ঔ দীনী মেয়েটার বিবাহের জন্য খবর পেয়েছে? সে চাইতেছে যে এই বিয়েটা সে করিয়ে দিতে পারবে না। কারণ সে মনে করতেছে যে এ তালাক হওয়ার খবরটা মেয়ের পরিবার কাছে গোপন রাখলে নাকি তাদের হক নষ্ট করা হবে ?
এখন আমার কথা হচ্ছে আমার বন্ধু যদি ঔ দীনী মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে তার আগের বিবাহ তালাক হয়ে গেছে, এ খবর টা গোপন রাখতে পারবে? না তাদের সাথে এ বিষয়টা শেয়ার করবে? তার বিবাহের তালাক হওয়ার ঘটনাটি গোপন রাখলে তাদের কোনো হক নষ্ট হবে? না মেয়ে হক নষ্ট হবে? মেয়ের পরিবারের কাছে এ বিষয়টা জানানো জরুরী?

দলীল সহ উওর দিবেন যাঝাকাল্লাহ খইরা শায়েখকে।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৩ অক্টোবর, ২০২১
ভালুকা