আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৪২২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি জানতে চাই ইমাম সাহেবেরা গ্রামের সব ধরনের লোকের বাসা থেকে কি খানা খেতে পারবে,,যদি ফেতনার আশংকায় কিছু বলতে ও পারেনা এমত অবস্থায় ইমাম সাহেব হালাল খাবার খাওয়ার জন্য কি করনীয়,, এবং যদি হয় যে ইমাম সাহেব সে নিজে কিনে পাক করে খাওয়ার তৌফিক না থাকে, তখন কি তাহলে এমতাবস্থায় সমাজের ভালো (হালাল উপার্জন কারির ঘরে) ও খারাপ (হারাম,সুদ ঘুষের টাকা পয়সা উপার্জন কারির ঘরে) খাওয়া ও তাদের কে বাহির করা ও তো কঠিন আবার জিজ্ঞেস করতে ও পারিনা ফেতনা সৃষ্টি হবে এজন্য,তবে কি, খাওয়া জায়েজ হবে, অপারগতা অক্ষমতা হিসেবে,কি করনীয়, দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন ইংশা---আল্লাহ, দলিল রেফারেন্স সহ উত্তর দিলে ভালো হয়, আল্লাহ তায়ালা আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমীন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৪ নভেম্বর, ২০২১
Rupganj Upazila
১০২৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নাম- সালমান মন্ডল।
পশ্চিমবঙ্গ,ভারত।
বিষয়: যাকাত।
শাইখ,
আমাদের ইঁট এর ভাটা (ইঁট তৈরির কারখানা) আছে।আমরা ইঁট বিক্রি করি।আমাদের ভাটায় কাঁচামাল ( সিমেন্ট, বালি,পাথরের কুচি,ছাই) এবং ইঁট আনুমানিক ১০ লাখ টাকার থাকে সবসময়।
ওপর পক্ষে ভাটার ব্যাবসার জন্য ১০ লাখ টাকা ঋণ আছে।
শাইখ আমার প্রশ্ন তাহলে কি আমাদের যাকাত ফরয হয়েছে??

বি:দ্রঃ আমাদের সিমেন্টের ইঁট তৈরি হয়।৬ রকম উপাদান লাগে সিমেন্ট, বালি,পাথর কুচি,সাদা ছাই,কালো ছাই ইত্যাদি।(বাংলাদেশে এর প্রচলন আছে কিনা আমার জানা নেই তাই বোঝার সুবিধার্থে উল্লেখ করলাম)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৭ নভেম্বর, ২০২১
West Bengal 713125