প্রশ্নঃ ১০৫১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বন্ধু অনেক সময় আমাকে অনেক কিছু গিফট করে । আবার তাদের বাসায় খাবার ও খেতে বলে ।কিন্তু আমি টা গ্রহণ করি না , কারণ তাদের পরিবার সুদের টাকা দিয়া চলে। এই অবস্থা আমার বন্ধু খাবার কিছু দিলে আমি টা খেতে পারবো? বা আমাকে কোনো কিছু গিফট হিসেবে দিলে টা গ্রহণ করা কি জায়েজ হবে ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৬৮২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আয়ের উৎস্য হালাল নয় (সুদের সাথে জড়িত) যদি সেটা স্পষ্ট হয়, এমন ব্যাক্তির বাসায় কোন কিছু খাওয়া কি দোষের হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
সুযোগ থাকলে উপেক্ষা করুন। আর যদি লোকটি এমন ঘনিষ্ঠ আত্মীয় হন, যাকে উপেক্ষা করার সুযোগ দেখা যাচ্ছে না, সে ক্ষেত্রে হাদিয়া দেওয়ার নাম করে যে পরিমাণ খেয়েছেন সে পরিমাণ ফেরত দিন। এটারও সুযোগ না থাকলে গরিব মিসকিনকে সমপরিমাণ সদাকাহ করে দিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন