অমুসলিমের দাওয়াত
প্রশ্নঃ ১০৫১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিধর্মীদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে কি উপস্থিত হওয়া কি ঠিক? তাদের উপসনালয়ে অনুষ্ঠান হবে না। বাইরে হবে।
ওই অনুষ্ঠানের খাবার গ্রহন করা জায়েজ আছে কি? জাজাকাল্লাহ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অমুসলিমদের সাধারণ দাওয়াত এবং ওই দাওয়াত যার সঙ্গে তাদের ধর্মীয় রীতিনীতি জড়িত থাকে–উভয়টি এক নয়। তাদের সাধারণ দাওয়াতে অংশগ্রহণ করলে যদি নিজের ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কা না থাকে তাহলে অংশগ্রহণ করা জায়েয। আর ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকলে অংশগ্রহণ করা না-জায়েয।
পক্ষান্তরে ওই দাওয়াত যে জাতীয় দাওয়াতের সঙ্গে তাদের ধর্মীয় রীতিনীতি জড়িত থাকে, যেহেতু এ জাতীয় দাওয়াতে অংশগ্রহণ করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কাই প্রবল থাকে সেহেতু এজাতীয় দাওয়াতে অংশগ্রহণ করা সর্বাবস্থায় হারাম।
ঐ খাবারটি হারাম নয় এ বিষয়ে নিশ্চিত জানা থাকলে বা খাবারের মধ্যে পবিত্রতা-অপবিত্রতার ক্ষেত্রে কোনরূপ সন্দেহ না থাকলে আপনি চাইলে বিধর্মীদের সেই খাবারে অংশগ্রহণ করতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন