আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৯৫৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুহতারাম আমার প্রশ্নগুলোর জবাব দিবেন দয়া করে:

১| আমরা ইদানিং বিভিন্ন ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়ি। এগুলো ক্রয় করে পড়া হলে হয়ত লেখক একটি সম্মানি পেতেন।এখন পিডিএফ গুলোর ক্ষেত্রে লেখক তার সম্মানি পান কিনা আমরা জানি না।এক্ষেত্রে এই বইগুলি পড়া যাবে কিনা?

২|যদি লেখক বইগুলি থেকে সম্মানি না পান তবে কি বইগুলি পড়ার জন্য আমরা কি গুনাহগার হব। আর আপাতত পিডিএফগুলো পড়ে পরে বইগুলি কিনে নিলে হবে ?

৩|শীতকালে আমরা অনেকেই হুডি পড়ি। এই হুডির উপরের যে ক্যাপ অংশ তা মাথায় রেখে সালাত আদায় করলে কি টুপির সুন্নাত আদায় হবে?

৪|আমি ওয়াশরুমে হাজতের শেষে যখন পবিত্রতা অর্জন করি তখন মনে হয় পানির ছিটা উপরের দিকে উঠছে আমার গায়ে লাগছে। এখন সঠিকভাবে পানি লাগে কিনা আমি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারি না তখন আমি কি করতে পারি? আবার অনেক সময় ভাবি যেই পরিমাণ পানির ফোঁটা লাগতে পারে তাতে তো এক দিরহামের চেয়ে কম হয় তাই আর ধোয়ার প্রয়োজন মনে করি না। আমার এই ধারনা করা ঠিক না ভুল।(উল্লেখ্য ধোয়ার সময় আমি নতুন আরো সমস্যায় পড়ি তাই অল্প পরিমাণ নাপাক ধৌত করি না।)

জাজাকাল্লাহু খায়রান।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৩ ডিসেম্বর, ২০২০
ঢাকা
#৩৯৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকরি রত আছি আমার মার্কেটিং করতে হয় কিন্তু অন্যরা মার্কেটিং করে ধরেন তারা একটি মাল ক্রয় করে দিচ্ছে 100 টাকায় কিন্তু তার মূল্য 60 টাকা তারা 40 টাকা বেশি বিল করেছে
কিন্তু আমিও সেম একটি মাল ক্রয় করেছি কিন্তু তার ক্রয় মূল্য 60 টাকা তার আগেরটা 100 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছে এখন আমি যদি ৬০ টাকায় কোম্পানিকে
ওই মালটা দি তবে আমার সমস্যা হতে পারে তাই আমি 100 টাকায় দিয়েছি বকেয়া 40 টাকা আমার কাছে ছিল আমি অন্য মাল ক্রয় করে কোম্পানিতে ফ্রিতে দিয়েছি কোম্পানিকে দেখাইনি না দেখেয় ডুকানো হয়েছে
এতে কোন গুনা কারন আমি হারাম খাইতে যাচ্ছি না আর
কার সাথে জোরগা করতে চাচ্ছি না
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১২ ডিসেম্বর, ২০২০
৩XP২+RHQ
#৩৫২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি কুমিল্লা থেকে সিয়াম প্রশ্ন করছি।

আমি সিলেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন টিউশনি না পাওয়ায় আমার আয়ের কোন ব্যবস্থা নেই। বাবার পাঠানো টাকাতেই চলি। যখন থেকে মাসজিদের সাথে সম্পর্ক হয়, তালিমে বসি, তখন থেকেই আল'হামদুলিল্লাহ সুন্নাতের উপর চলার চেষ্টা করছি। আমার বাবা-মা নামাজি হলেও আমার পোশাক পছন্দ করেন না এবং ঈদ আসলে তারা আমাকে শার্ট-প্যান্ট কেনার জন্য চাপ দেন। কিন্তু আমি আমার পুরনো পাঞ্জাবি-পাজামাই পড়ি। এমতাবস্থায় আমার মামা আমাকে পাঞ্জাবি-পাজামার জন্য কাপড় হাদিয়া দেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার মামা ক্রিমিনাল কেসের দক্ষ আইনজীবী, তার আয়ের ব্যাপারে সন্দেহ আছে, হারাম হবার সম্ভাবনাই বেশি।

আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমার বিকল্প আয়ের ব্যবস্থা নেই এবং আমি সুন্নাতি পোশাক পরিধানে আগ্রহী সেহেতু আমি কি আমার মামার হাদিয়ার কাপড় গ্রহণ করতে পারি? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ খাইর।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১১ নভেম্বর, ২০২০
কুমিল্লা