আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পেপসি, কোকাকোলা, টাইগার ইত্যাদী পান করা কি হালাল?

প্রশ্নঃ ৩৮৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় মুফতি সাহেব কেমন আছেন? আমার একটা প্রশ্ন তাহলো আমাদের দেশের যেই সমস্ত পানি যেমন! পেপসি, কোকাকোলা, ডিও, এই পানি গুলো ব্যবহার করা কতটা বৈধ?

৪ নভেম্বর, ২০২৩
ঢাকা ১২১৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


খাদ্য ও পানীয়ের ব্যাপারে শরীয়তের মূলনীতি হলো, কোন খাবারের ব্যাপারে সুস্পষ্ট হারাম বা নাপাক সম্পর্কে অবগত না হওয়া পর্যন্ত সে খাদ্য-পানীয় হালাল ধর্তব্য হয়।
এ নীতিমালার আলোকে আমাদের দেশে প্রচলিত কোমল পানীয়গুলো হালাল।
উল্লেখ্য যেসব কোম্পানি মুসলিম নিধনে আর্থিক সহযোগিতা করে বলে সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, সেগুলোকে অবশ্যই বর্জন করা উচিত। এবং সেটি ভিন্ন মাসালার প্রেক্ষিতে। "আল ওয়ালা ওয়াল বারা" অর্থাৎ মুসলিমদের সঙ্গে ঐক্য বজায় রাখা, আর অমুসলিমদের থেকে সু-সম্পর্ক ছিন্ন করা, ইসলামের এই মূলনীতির আলোকে সেসব কোম্পানির পন্য বর্জন করতে হবে। হারাম হিসেবে নয়।

لَا تَجِدُ قَوۡمًا یُّؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ یُوَآدُّوۡنَ مَنۡ حَآدَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَوۡ کَانُوۡۤا اٰبَآءَہُمۡ اَوۡ اَبۡنَآءَہُمۡ اَوۡ اِخۡوَانَہُمۡ اَوۡ عَشِیۡرَتَہُمۡ ؕ  اُولٰٓئِکَ کَتَبَ فِیۡ قُلُوۡبِہِمُ الۡاِیۡمَانَ وَاَیَّدَہُمۡ بِرُوۡحٍ مِّنۡہُ ؕ  وَیُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ  رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ  اُولٰٓئِکَ حِزۡبُ اللّٰہِ ؕ  اَلَاۤ اِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ٪
(আল মুজাদালাহ্‌ - ২২)
যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন