আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৯৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকরি রত আছি আমার মার্কেটিং করতে হয় কিন্তু অন্যরা মার্কেটিং করে ধরেন তারা একটি মাল ক্রয় করে দিচ্ছে 100 টাকায় কিন্তু তার মূল্য 60 টাকা তারা 40 টাকা বেশি বিল করেছে কিন্তু আমিও সেম একটি মাল ক্রয় করেছি কিন্তু তার ক্রয় মূল্য 60 টাকা তার আগেরটা 100 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছে এখন আমি যদি ৬০ টাকায় কোম্পানিকেওই মালটা দি তবে আমার সমস্যা হতে পারে তাই আমি 100 টাকায় দিয়েছি বকেয়া 40 টাকা আমার কাছে ছিল আমি অন্য মাল ক্রয় করে কোম্পানিতে ফ্রিতে দিয়েছি কোম্পানিকে দেখাইনি না দেখেয় ডুকানো হয়েছেএতে কোন গুনা কারন আমি হারাম খাইতে যাচ্ছি না আর কার সাথে জোরগা করতে চাচ্ছি না

১২ ডিসেম্বর, ২০২০
৩XP২+RHQ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনি কোম্পানির পাওনা চল্লিশ টাকা পরিশোধ করে নিজকে হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু প্রতারকদের মতো আপনিও একপ্রকার প্রতারণা করে যাচ্ছেন।
ফিতনার এই যুগে স্বচ্ছ ও নিষ্কলুষ জীবন খুব কঠিন। তদুপরি সাহসিকতার সঙ্গে ষাট টাকা বিল করলে ইনশাআল্লাহ আপনি ফ্যাসাদে পড়বেন না। যেহেতু আপনি তাকওয়ার ভিত্তিতে এটা করবেন। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন।


وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مَخۡرَجًا ۙ
(আত ত্বালাক - ২)
আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।

وَّیَرۡزُقۡہُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَہُوَ حَسۡبُہٗ ؕ اِنَّ اللّٰہَ بَالِغُ اَمۡرِہٖ ؕ قَدۡ جَعَلَ اللّٰہُ لِکُلِّ شَیۡءٍ قَدۡرًا
(আত ত্বালাক - ৩)
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন