জুলুমের শিকার হওয়া থেকে বাঁচার দোয়া
প্রশ্নঃ ৬৩৮১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠনে চাকুরী করি। আমার অফিস কলিগ ২ জন আছে তাদের সাথে আমি যতই ভালো ব্যবহার করি তবুও তারা আমাকে সারাদিন হিংসা করে পেছনে বা সামনেই কথা বলে। ইচ্ছে করে কষ্টের কাজ আমাকে দিয়ে করায়, ভেবেছিলাম পরিবর্তন হবে। কিন্তু তারা কোনো ভাবেই আমাকে ছাড় দেয় না, ভয়াবহ হিংসার স্বীকার হচ্ছি আমি প্রতিনিয়ত। এখন আমি কোন আমল করে এর থেকে মুক্তি পেতে পারি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ : لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي : " يَا عُقْبَةَ بْنَ عَامِرٍ، صِلْ مَنْ قَطَعَكَ، وَأَعْطِ مَنْ حَرَمَكَ، وَاعْفُ عَمَّنْ ظَلَمَكَ ".
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে তোমার সাথে আত্মীয়তা বিচ্ছিন্ন করল তুমি তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখ। যে তোমার উপর জুলুম করল তুমি তাকে ক্ষমা করে দাও। মুসনাদ আহমাদ ১৭৪৫২
সম্মানিত প্রশ্নকারী!
আপনি তাদের সাথে আরো বেশী উত্তম আচরণ করুন। যদি তাতেও তারা আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে প্রয়োজনে আপনি আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
নিয়মিত নিচের দোয়াটি আমল করুন।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ " .
মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সব সময় আমার ঘর থেকে বের হওয়াকালে আকাশের দিকে মুখ করে এ দুআ পাঠ করতেঃ হে আল্লাহ! আমি আপনার পানাহ চাই গুমরাহ হওয়া থেকে অথবা গুমরাহ করা থেকে; পদস্খলন হওয়া থেকে অথবা পদস্খলন করা থেকে; যুলুম করা থেকে বা মাযলুম হওয়া থেকে; মূর্খতা থেকে অথবা মূর্খের আচরণ থেকে।
কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ)
হাদীস নং: ৫০০৬ আন্তর্জাতিক নং: ৫০৯৪
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/19353
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন