আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১২১৭৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
পত্রিকা পড়া জায়েজ কি নাজায়েজ ? আমি আজ পর্যন্ত এমন কোনো পত্রিকা দেখিনি যেখানে নারীর ছবি ছাপা হয় না । বিনোদনের পৃষ্ঠা বাদ দিলাম, সেখানে তো অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে। এটা বাদ দিলেও এমন কোন পত্রিকা পাওয়া যায় না যেখানে নারীর ছবি থাকে না । অনলাইন পত্রিকার অবস্থা তো খুবই ভয়াবহ। সেখানে অ্যাডের নামে মারাত্মক সব নোংরা ভিডিও থাকে। আমি একজন সরকারি চাকরিজীবী। দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানা আমার জরুরী । এমতাবস্থায় পত্রিকা পড়ার ক্ষেত্রে শরীয়তের সিদ্ধান্ত কি ? শরীয়তের দৃষ্টিকোণে দেশের খোঁজ খবর রাখা কতটুকু জরুরী এবং শরীয়ত সম্মতভাবে খোঁজ খবর কিভাবে রাখা যাবে, পদ্ধতি কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩১ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার
#১১৭২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম মুফতি সাহেব;আমার জানার বিষয় হল দেশ-গ্রামে অথবা কখনো ঢাকা শহরেও অনেক ব্যক্তি বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য মসজিদে মানত করেন।
১.মসজিদে মানত করা বৈধ কিনা?
২. অনেকে নগদ টাকা ব্যতিরেকে বিভিন্ন পশু যেমন গরু ছাগল মুরগি ইত্যাদি দিয়ে থাকেন, এক্ষেত্রে অনেকে বলে থাকেন,মসজিদে যে মানত এর পশু দেওয়া হয়েছে এই পশু বিক্রি করে এর টাকা মসজিদ ফান্ডে জমা দিতে হবে, এই কথাটা কতটুকু সঠিক?
৩. কোন মসজিদের ইমাম যদি উক্ত মানুষের পশু নিজে ভক্ষণ করে ফেলেন, তাহলে উক্ত পশুর মূল্য মসজিদে দান করে দিতে হবে??
অনুগ্রহপূর্বক বিষয় গুলোর সমাধান দিবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৫ ডিসেম্বর, ২০২১
ঢাকা ১২১২