আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পুরুষ সাহাবিদের কাছে আয়েশা রা.এর হাদিস রেওয়ায়েত

প্রশ্নঃ ১৩৭৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা আয়েশা রাদিআল্লাহু আনহা যদি সাহাবিদের হাদিস শিক্ষা দিতে পারেন তাহলে সাধারণ নারীদের মতো কি উনার কন্ঠের পর্দা ছিল না মানে উনাকে অনুসরণ করে কি সাধারণ নারীরা গায়ের মাহরামকে দ্বীনি শিক্ষা দিতে পারবে?

২১ জানুয়ারী, ২০২৫
ঢাকা ১২১২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আয়েশা রা. থেকে সাধারণত পারিবারিক ও সংসার বিষয়ক হাদিস বর্ণিত হয়েছে। যেগুলো জানা উম্মতের জন্য জরুরী ছিল। কিন্তু আয়েশা রা. ছাড়া সেগুলো আর কেউ জানতেন না। কাজেই তার কাছ থেকে পুরুষ সাহাবিদের হাদিস শিক্ষার বিষয়টি প্রয়োজনের ওপর নির্ভর ছিল। যা ছিল বিকল্পহীন। কিন্তু বর্তমান সমযে গায়রে মাহরাম নারীদের থেকে ইলিম শিক্ষার বাধ্যবাধকতা কতটুকু?

নিশ্চয়ই বিন্দুপরিমাণও নয়। কাজেই নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষের শিক্ষা দেওয়া জায়েজ নাই।

দ্বিতীয়ত তিনি কি সাহাবাদের সামনে গিয়ে কিংবা সাহাবাগণ তার সামনে গিয়ে হাদিস রেওয়ায়েত এবং শ্রবন করেছেন? নিশ্চয় নয়। কাজেই দুটোকে সমান নজরে দেখা কতটুকু সঙ্গত?

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন