ইসলামী ব্যাংকে সঞ্চয় অথবা ফিক্সড ডিপোজিট থেকে মুনাফা বা লভ্যাংশ নেওয়ার বিধান।
প্রশ্নঃ ১৩৯২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামী ব্যাংকে সঞ্চয় অথবা ফিক্সড ডিপোজিট থেকে মুনাফা বা লভ্যাংশ নেওয়া কি ঠিক হবে কিনা ? বাংলাদেশ ইসলামী ব্যাংকিং সিস্টেমে সম্পৃক্ত হওয়ার জন্য কোন ব্যাংক ভালো হবে?
হজের নিয়তে ব্যাংকে টাকা জমানো যাবে কিনা জমালে তার উপর যাকাত দিতে হবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের দেশে বর্তমানে শরীয়া মোতাবেক পরিচালিত হওয়ার দাবিদার ইসলামী ব্যাংকগুলো তাদের বিনিয়োগে যথাযথভাবে শরীয়তের নীতিমালা অনুসারণ করে না। তাই শরীয়তের এ সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে পালনের ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিং একাউন্টে টাকা রেখে অতিরিক্ত গ্রহণ করা যাবে না। হালাল-হারাম বেছে চলতে চায় এমন মানুষের জন্য এধরনের টাকা গ্রহণ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। মুনাফার নামে দেওয়া এ ধরনের টাকা সদকা করে দেওয়াই নিরাপদ।
(মাসিক আলকাউসার: জুমাদাল উলা ১৪৪০ || ফেব্রুয়ারি ২০১৯)
মুনাফা/সুদ না গ্রহনের শর্তে ব্যাংকে টাকা জমা রাখার অবকাশ আছে। তবে নেসাব পরিমাণ হয়ে গেলে বছরান্তে ওই টাকার জাকাত দিতে হবে। হজের জন্য জমানো টাকার ক্ষেত্রেও একই বিধান।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন